আজ থেকে শুরু রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা

0
1

লোকসভা নির্বাচনের আগে জনসংযোগে জোর দিয়ে পথে নামছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ভারত জোড়ো যাত্রার পর এবার ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) শুরু হচ্ছে আজ। মনিপুর থেকে শুরু হয়ে ৬৭ দিনে ১৫টি রাজ্যের ১১০টি জেলার মধ্যে দিয়ে গিয়ে মুম্বইয়ে শেষ হবে এই পদযাত্রা।

সাধারণ মানুষের কাছে পৌঁছতে এর আগে ২০২২ সালে দক্ষিণ ভারতের কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রার সূচনা করেছিলেন রাহুল গান্ধী। গতবছর জম্মু-কাশ্মীরে সেই যাত্রা শেষ হয়। লোকসভা নির্বাচনের আগে সেই ফর্মুলাকে কাজে লাগিয়ে এবার মনিপুরের থৌবাল জেলা থেকে পদযাত্রার সূচনা করবেন রাহুল।সেখান থেকে এক এক করে অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয় হয়ে রাহুল গান্ধী পদযাত্রা করতে আসবেন বাংলায়। সেখান থেকে বিহার ,ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, গুজরাট হয়ে মহারাষ্ট্রে শেষ হবে এই জনসংযোগ কর্মসূচি। বিজেপি সরকারের দুর্নীতি এবং বঞ্চনার কথা তুলে ধরা হবে এই যাত্রায়।