অধ্যাপকদের রেকর্ড অনুপস্থিতি! UP-সহ একাধিক ডবল ইঞ্জিন রাজ্যের মেডিক্যাল কলেজে ভর্তি বন্ধের নির্দেশ

0
1

তিন মাস ধরে দেশের মেডিক্যাল কলেজগুলিতে (Medical Commission) অধ্যাপকদের (Professor) হাজিরা (Attendance) ৭৫ শতাংশেরও নীচে। আর এভাবে চলতে থাকলে ২০২৪-২৫ অর্থবর্ষে মেডিকেল কলেজগুলিতে স্থগিত রাখতে হবে ভর্তি প্রক্রিয়া (Admission)। আধার ভিত্তিক বায়োমেট্রিক তথ্য থেকে অধ্যাপকদের কম হাজিরার বিষয়টি সামনে এসেছে। ইতিমধ্যে দেশের অর্ধেকের বেশি মেডিক্যাল কলেজকে নোটিশ পাঠিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (National Medical Commission)। তালিকায় রয়েছে শীর্ষে রয়েছে ডবল ইঞ্জিন যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। পাশাপাশি মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পাঞ্জাবের অর্ধেকের বেশি মেডিক্যাল কলেজে এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

উত্তরপ্রদেশের ৬৮টি মেডিক্যাল কলেজের মধ্যে ৬৫ টি মেডিক্যাল কলেজকে নোটিশ পাঠানো হয়েছে। ন্যাশনাল কমিশন সূত্রে খবর, উত্তরপ্রদেশই এমন একটি রাজ্য যেখানে বেশিরভাগ মেডিক্যাল কলেজের কোনও অধ্যাপক বা কর্মীদের কোনও হাজিরার রেকর্ড নেই। অন্যদিকে ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশেও একই হাল। মধ্যপ্রদেশের ২৭ টির মধ্যে ২০টি কলেজেই নোটিশ পাঠানো হয়েছে। এছাড়াও কর্ণাটক এবং কেরলের মত রাজ্যেও অর্ধেকের বেশি মেডিক্যাল কলেজে নোটিশ পাঠানো হয়েছে।

মেডিক্যাল কমিশনের তরফে জারি করা নোটিশে সাফ হয়েছে, সমস্ত মেডিক্যাল কলেজকে জানানো হচ্ছে যে, যত দ্রুত সম্ভব প্রয়োজন বুঝে অধ্যাপক নিয়োগ করতে হবে। যদি কোনওভাবে এই প্রয়োজন মেটানো সম্ভব না হয়, তাহলে ২০২৪-২৫ অর্থবর্ষে কলেজগুলিতে ছাত্র ভর্তি স্থগিত রাখতে হবে। সূত্রের খবর, এই নিয়ে দুই শিক্ষাবর্ষে শতাধিক মেডিক্যাল কলেজকে নোটিশ পাঠাল ন্যাশনাল মেডিক্যাল কমিশন। তবে অধ্যাপকের সংখ্যার ঘাটতি প্রসঙ্গে কমিশন জানিয়েছে, বেশিরভাগ মেডিক্যাল কলেজকে তাদের আবেদনের ভিত্তিতে পড়ুয়া ভর্তির অনুমতি দেওয়া হয়েছে। না হলে পুরো মেডিক্যাল শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে।

যেখানে মেডিক্যাল কলেজ সবচেয়ে বেশি ১০ শতাংশ ঘাটতি মেনে নেয়, সেখানে বিজেপি শাসিত  রাজ্যগুলিতে এমন কোনও সরকারি মেডিক্যাল কলেজ নেই যেখানে ঘাটতি ২০ থেকে ৩০ শতাংশের নিচে রয়েছে।