ঠিক বাস্তবের ‘হম দিল দে চুকে সনম’! চুক্তিপত্রে সই করিয়ে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী

0
1

বাস্তবের ‘হম দিল দে চুকে সনম’! আবার কিছুটা আলাদাও। সিনেমার পর্দায় তবে শেষপর্যন্ত জিতে গিয়েগিছেল স্বামী তথা অজয় দেবগণ। সলমন খানের আর প্রেমিকা ঐশ্বর্যকে রাইকে পাওয়া হয়নি। তবে ধূপগুড়ি রেলস্টেশন সংলগ্ন বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলের ভেমটিয়ার ঘটনাটি অবশ্য উলটো। স্ত্রী আরেকজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। স্বামী তাই ১০ জনকে সাক্ষী রেখে স্ট্যাম্প পেপারে লিখিত চুক্তি করে স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দিলেন।

প্রেম একবার নয়, দু’‌বার। প্রথমে প্রেমে বিয়ে এবং সাত বছর সংসার হয়ে গিয়েছে। তার জেরেই এখন তিন বছরের এক সন্তানও রয়েছে। কিন্তু তার পরও এসেছে দ্বিতীয় প্রেম। গ্রামেরই অন্য এক যুবককে মন দিয়েছেন স্ত্রী। দীর্ঘদিন প্রেমালাপ চললেও যদিও কাকপক্ষীতে তা টের পাননি। এরইমধ্যে একদিন রাতের অন্ধকারে ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে আসেন তাঁর প্রেমিক। তখনই তা দেখে ফেলেন পরিবারের অন্যান্য সদস্যরা। জানাজানি হয়ে যায় গোটা ঘটনা। যদিও তারপরেও তাঁর  স্বামী সাফ জানিয়ে দেন তিনি কোথাও যাচ্ছেন না। স্ত্রীর সঙ্গেই থাকতে চান। যদিও ততক্ষণে বেঁকে বসেছেন তাঁর স্ত্রী। স্পষ্ট জানান তিনি আর থাকতে চান না। গম্ভীর পরিস্থিতিতে কোনও খুন, প্রতিহিংসা দেখা যায়নি। বরং একেবারে চুক্তিপত্রে সই করে নিজের স্ত্রীকে নীরবে নতুন প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী। তবে স্ট্যাম্পপেপারে স্বাক্ষর করা চুক্তি অনুসারে, বছর তিনেকের শিশু সন্তানকে স্বামীর কাছে রেখেই প্রেমিকের সঙ্গে নতুন সংসার পাতলেন যুবতী বধূ।

শনিবার এলাকার একটি মন্দিরে বিয়ে করে নতুন সংসারযাত্রা শুরু হল তাঁদের। ওই বধূ বললেন, ‘এক বছর ধরে আমরা দুজন একে অপরকে ভালোবাসি। মন যখন আমার তখন সিদ্ধান্তও আমারই হওয়া উচিত।’ সন্তানকে নিজের কাছে রাখতে না পারায় ওই বধূর অবশ্য মন খারাপ। ওই ব্যবসায়ী তরুণ বলেন, ‘ও আমাদের সম্পর্ককে স্বীকৃতি দিয়ে চাওয়ায় আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।’ দুজনে দুজনকে ভালো রাখবেন বলে নববিবাহিত দম্পতি জানিয়েছেন। তবে গত সাত বছর ধরে স্ত্রী, সন্তান-সহ সংসার করার পর এভাবে চুক্তি করে প্রেমিকের হাতে স্ত্রীকে তুলে দিলেন ঠিকই। কিন্তু নিজেও ভেঙে পড়েছেন। তাঁর কথায়, ”যাকে ঘিরে প্রেম থেকে দাম্পত্য – সে নিজেই যখন থাকতে চাইছে না, তখন সমস্যা বাড়িয়ে কী হবে? আমি চিরকাল ওকে ভালো রাখতে চেয়েছি। যদি সেটা এভাবে হয় তাহলে সেটাই না হয় হোক।”

আরও পড়ুন- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, পুণ্যার্থীদের জন্য ক্যাম্প বানিয়ে পরিষেবা ডায়মন্ড হারবার তৃণমূলের