গোহারা হেরে বাংলার উপর গোঁসা বিজেপির: মিছিল থেকে আ.ক্রমণ কুণালের

0
3

কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিজেপি। তৃণমূলের কাছে গোহারা হেরে বাংলার উপর রাগ প্রতিফলিত করছে তারা। তারই ফলে এত বঞ্চনা, ইডি-সিবিআইয়ের এই অপব্যবহার। রবিবার যাদবপুরের (Jadavpur) সুকান্ত সেতু মোড় থেকে গড়িয়া পর্যন্ত মিছিল করে তৃণমূল। যাদবপুর তৃণমূল কংগ্রেসের ডাকে এই মিছিলে উপস্থিত হন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার-সহ একাধিক তৃণমূল নেতারা। সেই মিছিল করে পথসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কেন্দ্রীয় বঞ্চনা ও এজেন্সির অপব্যবহারের প্রতিবাদে তিনি বলেন, হেরে গিয়ে বাংলার উপর প্রতিশোধ নিচ্ছে বিজেপি। সে কারণে প্রাপ্য টাকা বন্ধ করে দিচ্ছে। ইডি-সিবিআইকে দিয়ে হেনস্থা করা হচ্ছে। তারই প্রতিবাদে এদিনের এই জনজোয়ার। মিছিল শেষে বিজেপিকে একহাত নিয়ে তৃণমূল মুখপাত্র বলেন, ইডি-সিবিআইকে দিয়ে তৃণমূলকে ভেঙে দেওয়া যাবে না। যদি বিজেপি ভেবে থাকে ইডি-সিবিআইকে দিয়ে তৃণমূলকে দুমড়ে-মুচড়ে দেওয়া যাবে, তাহলে তারা ভুল ভাবছেন। বিজেপি যেন ভুলে না যায়, বাংলার মানুষ এক-একটা ভোট নিয়ে তৃণমূলের পাশে দাঁড়াতে প্রস্তুত। তিনি বলেন, যত ইডি-সিবিআই লাগিয়ে বাংলাকে অপদস্ত করবে, তত তৃণমূলের আত্মবিশ্বাস বাড়বে। এদিন ফের পথে নেমে তৃণমূল বুঝিয়ে দিল বিজেপিকে প্রতিরোধ করতে মানুষ তৈরি। বিজেপির প্রতিহিংসার বিরুদ্ধে তৃণমূলের এই লড়াই চলবে। তৃণমূলের কোনও বিকল্প নেই, তৃণমূলের একমাত্র বিকল্প উন্নততর তৃণমূল।

আরও পড়ুন- ঠিক বাস্তবের ‘হম দিল দে চুকে সনম’! চুক্তিপত্রে সই করিয়ে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী