বিয়েবাড়ি গিয়ে এটা কী বলে ফেললেন কঙ্গনা! ফোকাসে থাকার চেষ্টা?

0
3

নানা বিতর্কে জড়িয়ে ফোকাসে থাকাই পছন্দ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। কখনও তিনি উল্টোদিকের পুরুষ অভিনেতাদের দিকে অভিযোগের আঙুল তোলেন। কখনও নিজেকে তথাকথিত ‘দেশভক্তদের’ আসনে বসিয়ে প্রচারের আলো পাওয়ার চেষ্টা করেন। আমির খানের মেয়ে ইরা খানের বিয়ের রিসেপশনে যেখানে চাঁদের হাট সেখানে নিজের দিকে লাইম লাইট ঘোরাতে এবার নতুন পন্থা কঙ্গনার।

এক সময় আমির খানকে জাত-ধর্ম নিয়ে চরম কটাক্ষ করে মিডিয়ার নজরে এসেছিলেন। ঠিক যেভাবে অন্য অনেক ক্ষেত্রে নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে অভিনেতাদের সম্পর্কে মন্তব্য করে থাকেন, সেভাবেই কাঠগড়ায় তুলেছিলেন পিকে-র অভিনেতাকে। কিন্তু সবকিছু ভুলে নিজের মেয়ের বিয়ের রিসেপশনে তাঁকেও আমন্ত্রণ জানিয়ে বড় মনের পরিচয় দিয়েছেন আমির।

শনিবার সেই রিসেপশনে শাহরুখ-সলমন থেকে ক্যাটরিনা, সুস্মিতাদের উপস্থিতি ছিল নজরকাড়া। হঠাৎই সাংবাদিক-অনুরাগীদের ছবির আবদার মেটাতে গিয়ে সবাইকে ‘জয় শ্রীরাম’ বলে সম্মোধন করে বসলেন তিনি। ওমনি তাঁর ডুয়ালটোনের লেহেঙ্গার থেকে পাপারাৎজিদের নজর ঘুরে গেল তাঁর মুখের কথায়। আবারও তিনি প্রমাণ করে দিলেন যে কোনও প্ল্যাটফর্মেই তিনি অন্যদের থেকে কতটা ‘আলাদা’।