কুয়াশা ঢাকা রবির সকাল, পশ্চিমের জেলায় শৈত্য প্রবাহ!

0
1

ঠান্ডায় জড়োসড়ো শিল্পাঞ্চল। জলপাইগুড়িতে ঘন কুয়াশা, পুরুলিয়ার রেকর্ড পারদপতন! ঠিক এভাবেই ছুটির সকালে ঘুম ভাঙলো বঙ্গবাসীর। কুয়াশার চাদরে মোড়া রবিবারের সকাল দেখলেন রাজ্যবাসী। পৌষের শেষ বেলায় বইছে হিমেল হাওয়া।আসানসোলে এদিন সকালের দিকে রাস্তায় সেভাবে মানুষজনের দেখা নেই, দৃশ্যমানতা একেবারেই কম। রাস্তার ধারে বিভিন্ন যায়গায় আগুন পোহাচ্ছেন সাধারণ মানুষ। সর্বনিম্ন তাপমাত্রা ৯ -১০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। দার্জিলিংকে হার মানাচ্ছে পুরুলিয়া । মকর সংক্রান্তির আগে কনকনে শীতের আমেজ দক্ষিণবঙ্গের এই জেলায় । আজ সর্বনিম্ন তাপমাত্রা ৬.৪ ডিগ্রি। বাঁকুড়াতেও রেকর্ড পারদ পতন।আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের ঘন কুয়াশার দাপট। রবিবার শীতের কামড়ের মাঝে সকালেও ঘন কুয়াশায় ছেয়ে আছে জলপাইগুড়ি। কয়েকদিন থেকে জলপাইগুড়ি সর্বনিম্ন তাপমাত্রা ৯ -১০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। শৈল শহর দার্জিলিং-এ কুয়াশা থাকলেও কাঞ্চনজঙ্ঘা দেখতে সকাল থেকেই ভিড় বাড়ছে পর্যটকদের। পশ্চিমের জেলায় শৈত্য প্রবাহ অব্যাহত। হাওয়া অফিস বলছে আগামী মঙ্গলবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। বুধ ও বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা।