ভোর থেকে উত্তুরে হাওয়ার জেরে পারদ নিম্নমুখী। তবে ঠান্ডাকে উপেক্ষা করে আলো ফোটার আগে থেকে সাগরে (Gangasagar Mela)ডুব দিতে শুরু করেছেন পুণ্যার্থীরা। সকাল থেকেই সাগরের ৬টি স্নানঘাট কার্যত কানায় কানায় পূর্ণ, ধূপ ধুনোর গন্ধে মোহময় পরিবেশে চলছে গঙ্গা বন্দনা। এদিন রাত ১২:১৩ মিনিট থেকে সোমবার দুপুর ১২:১৩ মিনিট পর্যন্ত মকর সংক্রান্তির স্নানের যোগ রয়েছে। করা নিরাপত্তা ঘেরাটোপে থিক থিকে ভিড় মেলা প্রাঙ্গণে। মেলা শুরুর দিন থেকে শনিবার দুপুর বারোটা পর্যন্ত ৪৫ লক্ষ পুণ্যার্থী স্নান সেরেছেন বলে জানা গিয়েছে।



বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীকে গঙ্গাসাগরের শুভেচ্ছা জানিয়েছেন।রবিবারের সকাল থেকে বর্ণময় সাগর মেলা প্রাঙ্গণ। টহল দিচ্ছে ভারতীয় নৌবাহিনী, উপকূল রক্ষী বাহিনী ও এনডিআরএফের স্পিডবোট। ড্রোন দিয়ে আকাশ পথে চলছে নজরদারি। ওয়াচ টাওয়ারের মাধ্যমে সব দিকে লক্ষ্য দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর(CM )নির্দেশে গঙ্গাসাগরে রয়েছেন রাজ্যের তিন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas), সুজিত বসু (Sujit Bose), শোভনদেব চট্টোপাধ্যায়েরা। এদিন সকাল থেকেই সাগরস্নানের পর কপিলমুনি মন্দিরের সামনে পুণ্যার্থীদের লম্বা লাইন। যত সময় এগোবে ততই ভিড় আরও বাড়বে বলেই অনুমান করা হচ্ছে।








































































































































