ভূস্বর্গে মৃত বাংলার জওয়ান! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

0
1

সিআরপিএফে (CRPF) কর্মরত ছিলেন বীরভূমের কীর্নাহার থানার আলিগ্রামের বাসিন্দা বিশ্বজিৎ অধিকারী (Biswajit Adhikari)। ২০০৬ সালে চাকরি পেয়েছিলেন। বর্তমানে কাশ্মীরে ১১০ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন।শনিবার সন্ধ্যায় শেষ হল তাঁর যাত্রা। খবর এলো, কাশ্মীরে বাংলার জওয়ানের রহস্যমৃত্যুর। শোকস্তব্ধ পরিবার।

বিশ্বজিতের পরিবার বলছে গতকাল সন্ধ্যায় তাদের ফোন করে বলা হয় যে ভূস্বর্গে শহিদ হয়েছেন জওয়ান। বিশ্বজিতের স্ত্রী নবনীতা বাকরুদ্ধ। তাঁদের ১০ বছরের এক সন্তান হয়েছে। কর্মরত অবস্থায় বিশ্বজিতের মাথায় গুলি লেগেছে বলে জানা গেলেও মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা বাড়ছে। কেউ গুলি চালিয়েছেন নাকি দুর্ঘটনার জেরে গুলিবিদ্ধ হয়েছেন নাকি জঙ্গিদমন অভিযানে তাঁর প্রাণ গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।