শুক্রবার ডার্বি। আর তার আগে দুরন্ত জয় পেল মোহনবাগান সুপার জায়েন্ট। এদিন সুপার কাপের ম্যাচে বাগানের মুখোমুখি হওয়ে ছিল হায়দরাবাদ। সেই ম্যাচে হায়দরাবাদকে ২-১ গোলে হারালো সবুজ-মেরুন। যার ফলে ডার্বির আগে অক্সিজেন পেয়ে গেল বাগান ব্রিগেড।
ম্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় দু’দল। তবে শুরুতেই গোল খেলে পিছিয়ে পড়ে মোহনবাগান। ৭ মিনিটের মাথায় মোহনবাগানের ডিফেন্ডার হামিলের ভুলে গোল খেয়ে যায় সবুজ-মেরুন। যার সুযোগ নেন হায়দরাবাদের ছুঙ্গা। ডিফেন্ডার হামিলের ব্যাকপাস থেকে বল ধরতে পারেননি আর্শ। বল পেয়ে যান ছুঙ্গা। তিনি ফাঁকা জালে বল জড়িয়ে দিতে ভুল করেননি। এরপর আক্রমণে ঝাঁপায় সবুজ-মেরুন। পালটা আক্রমণে ঝাঁপায় হায়দরাবাদ। ৩৬ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করার চেষ্টা করেন সেই ছুঙ্গা। তবে তাঁর শট পোস্টের অনেক উপর দিয়ে মাঠের বাইরে বেরিয়ে যায়। কোনও বিপদ ঘটেনি বাগানের। প্রথমার্ধে আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব্যর্থ হয় মোহনবাগান। ম্যাচের প্রথমার্ধে বারবার বাগানের ডিফান্স ছিলো একেবারেই নড়বড়ে। পাশাপাশি আক্রমণে ছিলো না কোন ঝাঁঝ।
ম্যাচের দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। যার ফলে ম্যাচের ৫০ মিনিটের মাথায় একটি সুযোগ চলে আসে মোহনবাগানএর সামনে। কামিন্সের ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন সুহেল। পোস্টের ঠিক সামনে সুহেল বলে পা ছোঁয়ালেই গোল পেয়ে যেত সবুজ-মেরুন।।এরপর ম্যাচের ৬৫ মিনিটে একটি পরিব্ররত্ন করেন বাগান কোচ ক্লিফোর্ড মিরান্ডা। সুহেলকে তুলে মাঠে নামান টাইসন সিংকে। এরপর আক্রমণে ঝাঁঝ বাড়ায় মোহনবাগান। ৭৩ মিনিটে পেত্রাতোসের শটে বল অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ৭৯ মিনিটে ফের একটি দুরন্ত শট নেন পেত্রাতোস। তবে সেই কাট্টিমণি, যিনি দুরন্ত সেভ করে নিশ্চিত গোল বাঁচান তিনি। ম্যাচের প্রথমার্ধে যেই মোহনবাগানকে দেখা গিয়েছিলো, দ্বিতীয়ার্ধে একেবারে উল্টো। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে ঝাঁপান কিয়ান-হুগো-পেত্রাতোসরা। এরই মধ্যে গোল পেয়ে যায় মোহনবাগান। হায়দরাবাদের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বাগান ব্রিগেড। ম্যাচের ৮৮ মিনিটের মাথায় জেরেমির আত্মঘাতী গোলে ম্যাচে ১-১ সমতায় ফেরে মোহনবাগান। জেরেমি হেডে বল মাঠের বাইরে বার করে দেওয়ার চেষ্টা করেন। তবে বল গোলকিপার কাট্টিমণির মাথার উপর দিয়ে গিয়ে জালে জড়িয়ে যায়। এরঠিক কয়েক মিনিটের মধ্যে পেনাল্টি পায় মোহনবাগান। আর সেই সুযোগ কাজে লাগাতে এতটুকু ভুল করেননি পেত্রাতোস। পেনাল্টি থেকে গোল করে বাগানকে ২-১ এগিয়ে দেন তিনি।
আরও পড়ুন- সুপার কাপে আজ ইস্টবেঙ্গলের সামনে শ্রীনিধি ডেকান