এবার সংসদীয় রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী! অন্তত সেরকমই গুঞ্জন শোনা যাচ্ছে জাতীয় রাজনীতিতে। সূত্রের খবর, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রথমবার প্রার্থী হতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। IANS সংবাদ সংস্থার তরফে সূত্রের মারফত জানানো হয়েছে, কর্নাটক (Karnataka) ও তেলাঙ্গানা (Telangana) দুটি জায়গা থেকে এবার ভোটে দাঁড়াবেন প্রিয়াঙ্কা।
জানা যাচ্ছে, স্থানীয় কংগ্রেস নেতৃত্বকে না জানিয়েই AICC-র তরফে ইতিমধ্যেই কর্নাটকের কোপ্পাল এবং তেলাঙ্গানার একটি আসনে সমীক্ষা চালানো হয়েছে। এই দুই কেন্দ্র থেকে নির্বাচনে প্রার্থী হবেন সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা। সবকিছু ঠিকঠাক থাকলে রাহুলের পর সংসদে প্রবেশ করতে চলেছেন গান্ধী পরিবারের আর এক সন্তান। অবশ্য জাতীয় রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধীর পা পড়েছিল অনেক আগেই। ২০২২ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। কংগ্রেসের সাধারণ সম্পাদক হন তিনি। দলীয় রাজনীতির পাশাপাশি এবার সংসদীয় রাজনীতিতে পা রাখতে চলেছেন প্রিয়াঙ্কা।