পাক অধিকৃত কাশ্মীরে ব্রিটিশ রাষ্ট্রদূতের সফর! তীব্র ক.টাক্ষ ভারতের

0
1

ইসলামাবাদের (Islamabad) ব্রিটিশ রাষ্ট্রদূত জেন ম্যারিয়টয়ের (Jane Marriott) সাম্প্রতিক পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (POK) সফরের তীব্র আপত্তি জানাল ভারত সরকার (India Govt)। সম্প্রতি জেন ম্যারিয়ট ১০ জানুয়ারি পাক অধিকৃত কাশ্মীরের মিরপুরে যান। এরপরই চরম ক্ষেপে ওঠে ভারত। এরপরই বিদেশ মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে সাফ জানানো হয়েছে, ম্যারিয়টের সফর “অত্যন্ত আপত্তিকর” এবং এটি এমন জঘন্য কাজ যা ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে লঙ্ঘন করেছে। বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা এই লঙ্ঘনের জন্য ভারতে ব্রিটিশ হাইকমিশনারের (British High Commissioner) কাছে প্রতিবাদ জানিয়েছেন। বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।

এদিকে সফরের পর, জেন ম্যারিয়ট এক্স হ্যান্ডেলে ছবি শেয়ার করে জানান, ৭০ শতাংশ ব্রিটিশ পাকিস্তানির শিকড় এই মিরপুর থেকেই। ব্রিটিশ রাষ্ট্রদূত আরও বলেন, যুক্তরাজ্য ও পাকিস্তানের জনগণের মানবিক বন্ধনের প্রাণকেন্দ্র মিরপুর থেকে সালাম। ৭০ শতাংশ ব্রিটিশ পাকিস্তানির শিকড় মিরপুরে, যা প্রবাসীদের স্বার্থের জন্য আমাদের একসঙ্গে কাজকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। আপনাদের আতিথেয়তার জন্য অনেক ধন্যবাদ! অন্যদিকে ব্রিটিশ রাষ্ট্রদূতের সফরকে চরম নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে নিন্দার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, এটি “লজ্জাজনক” যে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ব্রিটিশ রাষ্ট্রদূতকে পাঠানো হয়েছে। কেউ কেউ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জেন ম্যারিয়টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন।

তবে এই ধরণের সফর এই প্রথম নয়। ২০২৩ সালের অক্টোবরে একই ধরনের ঘটনা ঘটেছিল যখন পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ব্লোম পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের একাধিক গোপন জায়গায় সফর করেছিলেন।