১৫ ই জানুয়ারি মকর সংক্রান্তি (Makar Sankranti) উপলক্ষ্যে আজ শনিবার সকাল থেকেই সাগরে পূণ্য স্নানে ভিড় জমিয়েছেন ভক্তরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে উপস্থিত হয়েছেন গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) প্রাঙ্গণে। ইতিমধ্যেই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। রিভার ট্রাফিক গার্ডের (River Traffic Guard) পাশাপাশি বিপর্যয় মোকাবেলা বাহিনী (NDRF) এবং কোস্ট গার্ডের পুলিশ টহল দিচ্ছে। গঙ্গাস্নানের পর কপিল মুনির আশ্রমে পুজো দিতে জমা হচ্ছেন সাধারণ মানুষ। আজ সারাদিন ধরে প্রচুর জনসমাগম হবে বলে মনে করা হচ্ছে।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় এবং উদ্যোগে গঙ্গাসাগর মেলার প্রসার আরও বেড়েছে। মুখ্যমন্ত্রীর নিজে গোটা ব্যবস্থাপনা খতিয়ে দেখেছেন, এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন মন্ত্রীকে আজ থেকেই সেখানে উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়েছে। এত মানুষের সমাগম সত্ত্বেও সকাল থেকে সুশৃংখলভাবে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে স্নানের উপর পুজো দিতে পারছেন ভক্তরা।
বেলা বাড়তেই ভিড় বাড়ছে কলকাতার বাবুঘাটে (Babughat)। রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং রাজ্য সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাঁদের দিকে লক্ষ্য রাখছে। অনেকেই আজ দুপুর নাগাদ গঙ্গাসাগরের দিকে রওনা দেবেন।