কুয়াশা ঢাকা ভোরে আর্তনাদ! শীতের সকালে বিধ্বংসী আগুন ধূপগুড়িতে

0
1

শীতের ভরে কুয়াশা ঢাকা চারপাশে শুধুই “বাঁচাও বাঁচাও” আর্তনাদ। বিধ্বংসী আগুন জলপাইগুড়ির ধূপগুড়িতে (Dhuguri, Jalpaiguri)। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে ধূপগুড়ি হরিমন্দির এলাকায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের পাশে থাকা একটি গোডাউন। কনকনে ঠান্ডায় বাড়ি থেকেই বালতি, পাইপে করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টায় স্থানীয়রা। প্রায় তিন ঘন্টা পেরিয়ে গেলেও এখনও নিয়ন্ত্রনে আসেনি আগুন। স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ করে চলেছেন দমকল কর্মীরা(Fire Service worker)।

স্থানীয় বাসিন্দা ও প্রাতঃভ্রমণকারীরা আগুন দেখতে পেয়ে চিৎকার করতে শুরু করেন আর তাতেই ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। একদিকে ঘিঞ্জি এলাকা আবার অন্যদিকে কাছাকাছি কোন জলাশয় না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।কী থেকে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়।