জাঁকিয়ে শীত দক্ষিণবঙ্গে, আজই মরশুমের শীতলতম কলকাতা!

0
3

কথায় আছে, মাঘের শীতে নাকি বাঘ কাঁপে, কিন্তু পৌষের শেষে যেভাবে কনকনে ঠান্ডার থাবা এসে পড়েছে বঙ্গবাসীর কাছে তাতে আগামী মাসে কী হবে তা নিয়ে চিন্তায় ‘শীতকাতুরে’ বাঙালি। শেষ বেলায় দাপিয়ে ব্যাটিং শুরু করেছে শীত (Winter)। শুক্রবার থেকেই তা টের পাওয়া যাচ্ছিল। শনিবার সকালে যেন আরও বেড়েছে কনকনে ঠান্ডার অনুভূতি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে আজ মরশুমের শীতলতম দিন উপভোগ করছে কলকাতা (Kolkata)। তাপমাত্রা নামলো ১২- এর ঘরে! উত্তর ভারত জুড়ে হাড়কাঁপানো শীত, দিল্লির তাপমাত্রা ৩.৬ ডিগ্রি, যা এই মরসুমের শীতলতম দিন। শুক্রবার এই তাপমাত্রা ছিল ৩.৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা হু হু করে নামতে থাকায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজধানী জুড়ে।

উইকেন্ডে ভরপুর শীতের আমেজে ডুবলো দক্ষিণবঙ্গ। শহর কলকাতায় আজ তাপমাত্রার পারদ নেমেছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে। জেলাগুলিতে কোথাও কোথাও ৭-৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে পারদ। উত্তরবঙ্গেও কনকনে ঠান্ডা, তবে কুয়াশার দাপটে দুর্ভোগে পড়তে হচ্ছে যান চালকদের। যদিও হাওয়া অফিস বলছে এই সুখের সময় বেশিদিন স্থায়ী হবে না । পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী সপ্তাহেই বৃষ্টি নামতে পারে বাংলার বেশ কিছু জায়গায়। সেক্ষেত্রে আগামী সপ্তাহের গোড়া থেকেই ঠান্ডা কমবে।