গ্যাংস্টার বনাম পুলিশের লড়াই নিয়ে তৈরি হওয়া ব্রাত্য বসুর (Bratya Basu) নতুন সিনেমা ‘হুব্বা’ (Hubba )নিয়ে বাড়ছে উন্মাদনা! টিজার থেকে ট্রেলার – সবেতেই টানটান উত্তেজনার ঝলক মিলেছে। এবার মুক্তি পেল সিনেমার নতুন গান ‘সব দুষ্টু লোক’। গায়ক শিলাজিতের (Shilajit) কণ্ঠে এই গানটি গতকাল থেকেই বেশ ট্রেন্ডিং। গানের যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে সেখানে সিনেমা এবং গানের বিভিন্ন অংশ তৈরির নেপথ্যের গল্প উঠে এসেছে।


‘ফ্রেন্ডস কমিউনিকেশন’ (Friends Communication) প্রযোজিত নাট্যকার, অভিনেতা, রাজনীতিবিদ ব্রাত্য বসু (Bratya Basu) পরিচালিত ‘হুব্বা’ (Hubba) সিনেমাতে কুখ্যাত গ্যাংস্টারের রাজত্ব আর অন্ধকার জগতের গল্প বড়পর্দায় আসছে। মুখ্য চরিত্রে মোশারফ করিম (Mosharraf Karim) এবং দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্তকে (Indranil Sengupta) গানের দৃশ্যায়নেও রেখেছেন ব্রাত্য। কমার্শিয়াল থ্রিলার ঘরানার ‘হুব্বা’র সঙ্গে প্রাসঙ্গিকতা রেখেই একেবারে নিজস্ব স্টাইলে গান গেয়েছেন শিলাজিৎ। ‘ঝিন্টি’ কিংবা ‘জলফড়িং’-এর পর অনেকদিন বাদে এভাবে তাঁর কন্ঠ সিনেমার গানে ব্যবহৃত হতে দেখে উচ্ছ্বসিত গায়কের ফ্যানেরা।



 
 
 
 

































































































































