অসমে ভরাডুবি, বাংলায় আকাশ ছোঁয়া প্রত্যাশা! কংগ্রেসকে তীব্র কটাক্ষ অভিষেকের

0
1

I.N.D.I.A জোটের আসন সমঝোতা নিয়ে এখনও স্পষ্ট বোঝাপড়া সামনে আসেনি। এই পরিস্থিতিতে বিজেপিকে লড়তে তৃণমূলই যে একমাত্র বিকল্প NCHAC ভোটের ফলাফল পোস্ট করে সেটা স্পষ্ট বোঝালেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। NCHAC-এর ভোটে কংগ্রেসের ভরাডুবিকে কটাক্ষ করে অভিষেক লেখেন, নিজেদের জমিই ধরে রাখতে পারেনি কংগ্রেস। অথচ বাংলায় আসন নিয়ে প্রত্যাশা গগণচুম্বি।

নর্থ কাছার হিলস অটোনোমাস কাউন্সিল ভোটে ২৮টি আসনের মধ্যে ২৫টি পেয়েছে বিজেপি। তিনটি আসন পেয়েছেন নির্দল প্রার্থী। উল্লেখযোগ্য বিষয় হল, প্রথমবার ডিমা হাসাও স্বশাসিত জেলা কাউন্সিল নির্বাচনে লড়াই করেছে তৃণমূল কংগ্রেস। অথচ ভোট শতাংশে তৃণমূলের (TMC) থেকে পিছিয়ে আছে কংগ্রেস।ভোটে ১২.৪০ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস ভোট পেয়েছে মাত্র ৮.৮৭ শতাংশ। এই পরিস্থিতিতে বাংলায় আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস যে কোনোমতেই দরকষাকষি করতে পারবে না, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক (Abhishek Bandyopadhyay) লেখেন,
“প্রথমবার NCHAC নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সত্ত্বেও তৃণমূল অসমে কংগ্রেসের থেকে বেশি ভোট শতাংশ ভোট পেয়েছে।” এরপরেই তীব্র কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন,
“কেউ বলতেই পারে যে বাংলায় তাদের আসন ভাগাভাগি প্রত্যাশা আকাশছোঁয়া। কারণ তারা নিজেদের জমিই ধরে রাখতে পারেনি।”