বিভাজন নয়, ধর্মনিরপেক্ষ রাজনীতি বড় প্রয়োজন বাংলায়: মত অমর্ত্য সেনের

0
1

বাইরে থাকলেও শত ব্যস্ততার মধ্যে দেশের বিভিন্ন ইস্যু ও সমস্যাা নিয়ে প্রতিনিয়ত ভাবেন ভারতরত্ন ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বাংলার ধর্মনিরপেক্ষতা ও চরিত্ররক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁর মত, ধর্মভিত্তিক বিভাজন ছেড়ে এই মুহূর্তে বাংলায় নিরপেক্ষ রাজনীতির বড় প্রয়োজন। বাংলার ধর্মনিরপেক্ষ ঐতিহ্য বজায় রাখতে প্রয়োজনে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার বার্তাও দেন তিনি।

শুক্রবার মেয়ে অন্তরা দেবসেনকে পাঠানো এক চিঠিতে বাংলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগ ও সার্বিক মূল্যায়ন তুলে ধরেন অমর্ত্য সেন। তিনি এখন বিদেশে আছেন। শুক্রবার সেখান থেকেই পাঠানো মেলে তিনি লেখেন, ‘বাংলার প্রধান ইস্যু ধর্মনিরপেক্ষতার স্বপক্ষে রুখে দাঁড়ানো। প্রয়োজন শক্তিশালী প্রতিরোধের। বাংলায় ধর্মনিরপেক্ষতার দীর্ঘ ঐতিহ্য থাকা সত্বেও তা সব সময় হয়ে ওঠে না। ধর্মভিত্তিক বিভাজন ছেড়ে নিরপেক্ষ রাজনীতির প্রয়োজন বাংলার। ধর্মনিরপেক্ষ রাজনীতিকে পরাজিত হতে দেওয়া হবে ভুল। বাংলার একতার চরিত্র আমাদের হারালে চলবে না।’

বাংলার মাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতির তাৎপর্যও ওই চিঠিতে তুলে ধরেন তিনি। তাঁর কথায়, ‘আমার দাদু ক্ষিতিমোহন সেনের কথা মনে পড়ছে। তিনি বুঝিয়ে বলতেন, হিন্দু-মুসলিম ঐক্যের গুরুত্ব প্রাথমিকভাবে পরস্পরকে সহ্য করা নয়। তার থেকেও অনেক বেশি। বরং বলা যায় গুরুত্বটা হল একসঙ্গে কাজ করার। যেটা ঐতিহাসিকভাবে হয়ে এসেছে বিভিন্ন ক্ষেত্রে প্রাচুর্যময় সাহিত্য, প্রধান স্থাপত্য, বিরল কারুকার্য এবং অসংখ্য যৌথ সৃজনশীলতায়।’ লোকসভা ভোটের আগে বাংলার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে নোবেলজয়ী অর্থনীতিবিদের এই মূল্যায়ন বিশেষ অর্থবহ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- ফের বৃষ্টিপাতের পূর্বাভাস হাওয়া অফিসের! শীতের ইনিংস তবে শেষ রাজ্যে?