আটকে যাওয়া জাহাজ বা মুমূর্ষু রোগী, গঙ্গাসাগরে অটুট পরিষেবা

0
3

গঙ্গাসাগর মেলা উদ্বোধনের আগেই যাতায়াত নিয়ে বারবার বিভিন্ন ব্যবস্থার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দূরত্ব ও জলপথের প্রতিকূলতা থাকলেও রাজ্য সরকাররে পরিষেবা সব দিক থেকে প্রস্তুত থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। শুক্রবার একাধিকবার সেই পরিষেবা পেয়েই ধন্যবাদ জানালেন পুণ্যার্থীরা।

মুড়িগঙ্গার (Muriganga) নাব্যতা গঙ্গাসাগর যাত্রার ক্ষেত্রে একটি বড় বাধা। কেন্দ্র সরকার ও তার বিভিন্ন সংস্থাকে বারবার বলেও এই সমস্যার সমাধান পাওয়া যায়নি। শুক্রবার মুড়িগঙ্গাতেই বিপাতে পুণ্যার্থীরা। কচুবেড়িয়া থেকে লট এইটের মাঝে ডুবে যাওয়া জাহাজের কারণে বিরাট চড়া পড়ার সমস্যা মেটাতে পারেনি কেন্দ্র সরকার। সেই চরে শুক্রবার আটকে গেল পুণ্যার্থী সহ দুটি ভেসেল। প্রায় দুঘণ্টা আটকে থাকে ভেসেলদুটি। তবে ভেসেল (vessel) আটকে থাকার খবর পেতেই তৎপর হয় প্রশাসন। দ্রুত খাবার ও পানীয় জল নিয়ে পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী (disaster management team)। তাদের আশ্বস্ত করার কাজও করা হয়।

অন্যদিকে এয়ার অ্যাম্বুল্যান্সেরে (air ambulance) জোরে প্রাণে বাঁচানো হল এক মহিলাকে। বিহারের বাসিন্দা বছর ৫৫-র সুমিত্রা দেবী শুক্রবার সকালে মেলায় এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তৎপর হয় পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। দুমরা থানা এলাকার বাসিন্দা ওই মহিলাকে দ্রুত এয়ার অ্যাম্বুল্যান্সে হাওড়ায় নিয়ে আসা হয়। সেখান থেকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।