নারী সম্মান রক্ষায় হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তীর বিশেষ উদ্যোগ!

0
2

দায়িত্বশীল সমাজ গড়ার লক্ষ্যে হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তীর (Souvik Chakraborty OC Howrah Bridge Traffic Guard) এক বিশেষ উদ্যোগ। এবার পর্তুগিজ চার্চ স্ট্রিটের শ্রী জৈন অডিটোরিয়ামে (Sri Jain Auditorium at Portuguese Church Street) ‘নির্ভয়া’ প্রকল্পের (Nirbhaya Project) অধীনে বাণিজ্যিক যান চালকদের জন্য এক ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়। যেখানে নারীদের সম্মান রক্ষার্থে গণপরিবহনের চালকদের কী কী করণীয় সেই সংক্রান্ত আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন তপন দে (সহকারী পুলিশ কমিশনার), সুকুমার দাস (সাধারণ সম্পাদক, জাতীয় মানবাধিকার কাউন্সিল) সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে মোক্ষ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক এবং কর্পোরেট প্রশিক্ষক মৌ সেন ৫০ জন চালককে সফট স্কিল ডেভেলপমেন্ট (Soft Skill Development) এবং লিঙ্গ সংবেদনশীলতার বিষয়ে অবগত করেন। অটো, ট্যাক্সি, বাসের মতো গণপরিবহনের চালকরা মহিলা যাত্রীদের প্রতি কেমন আচরণ করবেন সেই নিয়েও ট্রেনিং প্রোগ্রামে আলোচনা করা হয়। সমাজে নারী সুরক্ষা ও সম্মান সুনিশ্চিত করতে ওসি সৌভিক চক্রবর্তীর এমন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন প্রত্যেকেই।