এবার ইডি অফিসারদের বিরুদ্ধেই চুরির অভিযোগ। ইডি অফিসারদের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং টাকা চুরির অভিযোগ তৃণমূল নেতা শেখ শাহজাহানের পরিবারের। গত ৫ জানুয়ারি শেখ শাহাজানের বাড়িতে যখন তল্লাশি অভিযান করতে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই সময় ১ লক্ষ ৩৫ হাজার টাকা চুরির অভিযোগ ইডির বিরুদ্ধে। শুধু তাই নয়, শ্লীলতাহানিও করা হয়েছে বলে অভিযোগ শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকার দিদার বক্স মোল্লার। দিদারের ওই অভিযোগের ভিত্তিতেই ন্যাজাট থানায় এফআইআর হয়েছে। সূত্রের খবর, পুলিশ তার তদন্তও শুরু করে দিয়েছে।
শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকার এই অভিযোগ দায়ের করেছে। পুলিশের কাছে শাহাজাহান শেখের কেয়ারটেকার দিদার বক্স মোল্লার করা অভিযোগে উল্লেখ, ১ লক্ষ ৩৫ হাজার টাকা চুরি করেছে ইডি। মামলা রুজু হয়েছে ৪৪৭, ৪৪৮( ট্রেসপাসিং), ৪২৭ (সম্পত্তির ক্ষতি ), ৩৭৯ (চুরি), ৫০৬ (ভয় দেখানো ), ৩৪ ধারায় (মিলিত অভিসন্ধি)।ইতিমধ্যে এফআইআর রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এদিকে ইডি-ও পাল্টা অভিযোগ করেছে ন্যাজাট থানায়। তাতে শাহজাহান বাহিনী তাদের অফিসারদের মারধর করে বলে অভিযোগ।
আরও পড়ুন- ‘চায়েওয়ালি চাচি’! টানা ৩৫ বছর ধরে কেবল চা খেয়ে বেঁচে রয়েছেন ছত্তিশগড়ের এই মহিলা