সাতসকালে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি!

0
2

পুর নিয়োগ মামলায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। সূত্রের খবর কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঠিক সকাল সাতটা নাগাদ মন্ত্রীর লেকটাউনের দুটি বাড়িতে পৌঁছেছে ইডি (ED)। পাশাপাশি আজ সকাল পৌনে সাতটা নাগাদ বিধায়ক তাপস রায়ের (Tapas Roy) বউবাজারের বাড়ি এবং তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর (Subodh Chakraborty) বিরাটির খলিসাকোটা পল্লির বাড়িতেও হাজির কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।

সূত্রের খবর দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ মামলার তদন্তেই আজ সকাল থেকে শহরজুড়ে ইডির অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যেই সুজিত বসুর বাড়ির চারপাশে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে।

সূত্রের খবর ইডি অভিযানের প্রায় ঘন্টা দেড়েক তৃণমূল বিধায়ক তাপস রায়ের অফিসেও পৌঁছে যান আধিকারিকরা। বরানগর পুরসভার চেয়ারম্যান অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদের পরই যে তথ্য হাতে এসেছে তার ভিত্তিতেই এই তল্লাশি বলে মনে করা হচ্ছে। সকাল পৌনে নটা নাগাদ তাপস রায়ের অফিসে তল্লাশি অভিযানের ভিডিওগ্রাফি শুরু করা হয়।