থ্রিলার দিয়েই বড়পর্দায় কামব্যাক চিরঞ্জিৎ-ইন্দ্রানীর!

0
2

যাঁরা একসময় ‘কেঁচো খুঁড়তে কেউটে’ খুঁজে পেয়েছিলেন, তাঁরাই ‘সেদিন চৈত্রমাসে’র রোমান্সে দর্শকের মন জয় করেছিলেন। কিন্তু মাঝে কেটে গেল এতগুলো বছর। নিজের নিজের মতো করে সংসার আর কাজ সামলে একসঙ্গে ফের দেখা হচ্ছে কি? টলিউডের (Tollywood ) গুঞ্জন এবার থ্রিলার গল্প দিয়েই বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী এবং ইন্দ্রানী দত্ত (Chiranjit Chakraborty and Indrani Dutta)।

এক বয়স্ক দম্পতির রিসর্টে আগত অতিথিদের, জীবনের সমীকরণ বদলে যাওয়ার নেপথ্যে কি লুকিয়ে আছে বিশেষ কোনও রহস্য? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অপেক্ষা করতে হবে ‘দ্য লুপ’ সিনেমার। বাংলায় এই ধরনের গল্প নিয়ে কাজ করার সাহস দেখিয়েছেন পরিচালক অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায় (Arghyadeep Chatterjee)। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিৎ চক্রবর্তী ও ইন্দ্রাণী দত্ত। শিরোনামের নেপথ্যে কি বিশেষ কোনও কারণ? অর্ঘ্যদীপ বলছেন নামের মধ্যেই একটা বারবার ফিরে আসার প্রতিচ্ছবি লুকিয়ে রয়েছে। সেটা কি একটু গভীরভাবে তুলে ধরার চেষ্টা থাকছে দীর্ঘদিনের চেনা জুটি চিরঞ্জিত-ইন্দ্রানীকে সঙ্গে নিয়ে। দীর্ঘ দিন পর এই জুটি পর্দা ফিরছে বলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অভিনেত্রী। খুব দ্রুতই এই সিনেমার শুটিং শুরু হবে বলে আশা করা হচ্ছে।