শুরু হলো বেহালা ক্ল্যাসিকাল ফেস্টিভ্যাল এর দ্বাদশ তম অনুষ্ঠান হল ব্লাইন্ড স্কুলের মাঠে। আয়োজনে বেহালা সাংস্কৃতিক সম্মিলনী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার, বিধায়ক রত্না চ্যাটার্জি, মন্ত্রী দিলীপ মন্ডল, পৌর প্রতিনিধি রূপক গাঙ্গুলি, আয়োজক সংস্থার সম্পাদক পরিমল ভট্টাচার্য প্রমুখ। সম্বর্ধনা জ্ঞাপন করা হয় পন্ডিত ফাল্গুনী মিত্রকে।