স্বামী বিবেকানন্দর জন্মদিবসে শ্রদ্ধা জানাতে তাঁর সিমলা স্ট্রিটের বাড়িতে যাবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার দুপুর ২ টো নাগাদ স্বামীজির বাড়ি পৌঁছবেন তিনি।
প্রতি বছরই এই দিনটিতে স্বামীজিকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়ি যান অভিষেক। তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশে শুক্রবার দিনভর বাংলাজুড়ে দলের সর্বস্তরের নেতা- কর্মীরা একাধিক কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করবেন।
গতবছর সেখানে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, বীর সন্ন্যাসী, তরুণ প্রজন্মের আদর্শ। আমি স্বামীজির দেখানো পথের পথিক, ভক্ত। সেই হিসেবেই শ্রদ্ধা জানাতে এসেছি। বিকেকানন্দের মূর্তিতে মালায় দেওয়া পাশাপাশি, সেখানকার শিবমন্দিরে গিয়ে পুজো দেন অভিষেক। রামকৃষ্ণ পরমহংস ও মা সারদার প্রতিকৃতিতেও মালা দেন। ঘুরে দেখেন পুরো বাড়ি।
আরও পড়ুন- জয় দিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের অভিযান শুরু ভারতে, আফগানদের হারালো ৬ উইকেটে