ডিসেম্বরেই কো.ভিড সং.ক্রমণে রেকর্ড মৃ.ত্যু! ফের মাস্ক ব্যবহারের নির্দেশ WHO-র

0
1

এখনও যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে কোভিড (Covid19), একথাই সাফ জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)। হু-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর মাসে কোভিড সংক্রমণে প্রায় ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কবার্তা দিয়ে সাফ জানিয়েছে, বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যে দেখা গেছে গতমাসে বিশ্বে কোভিড সংক্রমণ লাফিয়ে বেড়েছে। বিশেষ করে বর্ষশেষের সময় বড়ো জমায়েতের কারণে বিশ্বব্যাপী করোনার জেন-১ সংক্রমণ মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, কোভিড এখন আর বৈশ্বিক জরুরি স্বাস্থ্যের বিষয় না থাকলেও এটি এখনও ছড়াচ্ছে। পাশাপাশি বিভিন্ন ভ্যারিয়েন্টে পরিবর্তিত হচ্ছে কোভিড। তার জেরেই বহু মানুষের মৃত্যু হচ্ছে। এদিকে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বিশ্বে ১০ হাজার মানুষের মৃত্যু ছাড়াও কোভিডে আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ৪২ শতাংশ। জরুরি সেবা ইউনিটে ভর্তি বেড়েছে ৬২ শতাংশ।

সংস্থার প্রধান আরও বলেন, মহামারির সর্বোচ্চ চূড়ার তুলনায় ১০ হাজার লোকের মৃত্যুর সংখ্যাটি অনেক কম। কিন্তু এই মৃত্যুর সংখ্যা কখনোই গ্রহণযোগ্য নয়। এরপরই তিনি এখনও সকলকে মাস্ক পরার এবং সাবধানতা অবলম্বন করার কথা জানিয়েছেন।

আরও পড়ুন- আইনশৃঙ্খলা নিয়ে সেই নন্দিনীর সঙ্গেই বৈঠক আনন্দ বোসের, সাক্ষী গোপালিকা