বাঘের আতঙ্ক থেকে মুক্ত হতে পারছেন না সুন্দরবনের মৈপীঠের বাসিন্দারা। বনবিভাগ বাঘ তাড়িয়ে জঙ্গলে ফেরত পাঠালেও কিছুদিন যেতে না যেতেই ফের লোকালয়ের কাছে চলে আসছে দক্ষিণ রায়। বৃহস্পতিবার বিকালে ফের মৈপীঠের গুড়গুড়িয়া-ভুবনেশ্বরী পঞ্চায়েতের পয়লার ঘেরি গৌরের চক এলাকায় বাঘের পায়ের ছাপে আতঙ্ক ছড়িয়েছে। শোনা গিয়েছে বাঘের গর্জন। এর জেরে রাতের ঘুম উড়ে গিয়েছে বাসিন্দাদের।
রাস্তার পাশেই ম্যানগ্রোভের জঙ্গলের ধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাঘের পায়ের টাটকা ছাপ। বাঘ আছে বুঝতে পেরেই খবর দেওয়া হয় বন দফতরকে। তারপরেই নলগড়া ও চিতুরি বিট অফিস থেকে বনকর্মীরা এলাকায় আসেন। বাঘের পায়ের ছাপ মিলিয়ে দেখে নজরদারির কাজ শুরু করেন। এলাকায় পৌঁছে যায় মৈপীঠ উপকূল থানার পুলিশ। মাইকিং করে গ্রামের বাসিন্দাদের রাস্তার ধারে কাছে আসতে বারণ করা হয়। বনকর্মীরা জাল দিয়ে ঘিরে ফেলেন জঙ্গলের চারপাশ।
আরও পড়ুন- ডিসেম্বরেই কো.ভিড সং.ক্রমণে রেকর্ড মৃ.ত্যু! ফের মাস্ক ব্যবহারের নির্দেশ WHO-র