স্কুটারে টিউশন যাওয়ার পথে দুর্ঘটনা, পড়ুয়ার মৃত্যুতে অবরোধ টিটাগড়ে!

0
2

বৃহস্পতিবারের সকালে পথ দুর্ঘটনার জেরে উত্তেজনা টিটাগড়ে। প্রত্যক্ষদর্শীরা বলছেন স্কুটারে করে টিউশন যাচ্ছিলেন এক পড়ুয়া। টিটাগড় থানার (Titagarh Police) ঠিক সামনেই ডাব কিনতে নামেন তিনি। সেখানেই প্রিজন ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হন পড়ুয়া। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো সম্ভব হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়রা বলছেন এই এলাকায় অনেক স্কুল আছে অথচ নিয়মিত দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। থানা এলাকার সামনে কোনও ট্রাফিক সিগন্যাল নেই, তাই পুলিশের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ না করার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। অফিস টাইমে ব্যস্ত রাস্তা অবরুদ্ধ হওয়ায় বাড়ছে যানজট, বিপাকে নিত্যযাত্রীরা।