আচমকাই দু.র্ঘটনার ক.বলে গাড়ি! অল্পের জন্য প্রা.ণরক্ষা মেহবুবার, দ্রুত তদন্তের আর্জি ওমরের

0
3

ভয়াবহ দুর্ঘটনার (Massive Accident) কবলে পড়ল জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির (Mehbooba Mufti) গাড়ি। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে (Anantnagh) দুর্ঘটনার কবলে পড়ে পিডিপি-র (PDP) সভানেত্রীর গাড়ি। প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন একটি গাড়ির সঙ্গে প্রায় মুখোমুখি সংঘর্ষ হয় মুফতির কালো রঙের স্করপিও গাড়ির। দুর্ঘটনার বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল। যে ছবি ও ভিডিয়ো সামনে এসেছে, তাতেই দেখা যাচ্ছে গাড়িটির বনেট একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। সম্প্রতি, অনন্তনাগে এক বড় অগ্নিকাণ্ডের ঘটনায় বেশকিছু ঘরবাড়ি পুড়ে গিয়েছিল। যার জেরে কমপক্ষে ১৩ পরিবার এই শীতে গৃহহীন হয়ে পড়েছে। এদিন দুপুরে ক্ষতিগ্রস্তদের সঙ্গে করতেই অনন্তনাগের খানাবলে যাচ্ছিলেন মেহবুবা মুফতি। আর তখনই আচমকা ঘটে যায় দুর্ঘটনা। তবে এদিনের দুর্ঘটনায় অল্পের জন্য প্রানে বাঁচেন পিডিপি-র সভানেত্রী।

এদিকে দুর্ঘটনার পর মেহবুবা কন্যা ইলতিজা নিজের এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘মেহবুবা মুফতির গাড়ি এদিন অনন্তনাগে একটি ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে। তবে ঈশ্বরের কৃপায় তিনি এবং তাঁর নিরাপত্তা কর্মীরা কোনও গুরুতর আঘাত ছাড়াই রক্ষা পেয়েছেন।” তবে দুর্ঘটনায় মেহবুবার গাড়ি চরম ক্ষতিগ্রস্ত হলেও তাঁর কোনওরকম চোট লাগেনি বলে খবর। দলের তরফে জানানো হয়েছে, মেহবুবা তাঁর প্রাক্তন লোকসভা নির্বাচন কেন্দ্র অনন্তনাগে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সেই সময়ই দুর্ঘটনার মুখে পড়ে তাঁর গাড়ি। এদিনের দুর্ঘটনার জেরে মুফতির নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ আধিকারিক সামান্য আহত হয়েছেন বলে খবর। ইতিমধ্যে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এদিন দুর্ঘটনার পরেও অপর একটি গাড়িতে চেপে পূর্ব প্রতিশ্রুতিমতোই নির্ধারিত কর্মসূচি পালন করতে পৌঁছে যান পিডিপি সভানেত্রী। তবে এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্ঘটনা নিয়ে বেশিকিছু বলতে চাননি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী। উল্টে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্যের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি। এদিন অনন্তনাগের খানাবলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের স্নগে দেখা করেন মুফতি।

তবে লোকসভা নির্বাচনের আগে এই ঘটনাকে একেবারেই সোজা চোখে দেখতে নারাজ জম্মু ও কাশ্মীরের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ওমর আবদুল্লাহ। তিনি এদিন নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “আশা করছি কোন পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত করা উচিত সরকারের। নিরাপত্তার গাফিলতির জন্য আচমকা এই বড় দুর্ঘটনা ঘটল, অবিলম্বে তা সমাধান করা উচিত।” পাশাপাশি এদিন মেহবুবার চোট গুরুতর নয় বলে স্বস্তি প্রকাশ করেছেন তিনি।