বিশ্বের ‘শক্তিশালী পাসপোর্ট’ কোন দেশের? প্রকাশ্যে তালিকা, কত নম্বরে রয়েছে ভারত?

0
4

নতুন বছরের শুরুতেই সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট অধিকারী (Most Powerful Passports) দেশের তালিকা সামনে এল। সেখানেই এবার চোখে পড়ল বড়সড় পরিবর্তন। এবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৮০ তম স্থানে উঠে এসেছে ভারতের পাসপোর্ট (Indian Passport)। প্রতিবছরই শক্তিশালী পাসপোর্ট অধিকারী দেশের তালিকা প্রকাশ করে হেনলি পাসপোর্ট ইনডেক্স (Henley Passport Index)। আর সেই তালিকাতেই এবার ভারতের নাম উঠে এল ৮০ নম্বরে। ইতিমধ্যেই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড-সহ ভিসা ছাড়াই ভারতীয়দের মোট ৬২ দেশে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।

তবে সূচক অনুসারে প্রকাশিত হওয়া তালিকায় দেখা গিয়েছে, চলতি বছরে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর এবং স্পেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট অধিকারী দেশের তালিকায় রয়েছে। দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড এবং সুইডেন রয়েছে দ্বিতীয় স্থানে। ১৯৪ দেশের নাগরিক এখানেই ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন। জানা গিয়েছে, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (IATA)তথ্যের ভিত্তিতে এই র‌্যাঙ্কিং করা হয়েছে। পাশাপাশি অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস তৃতীয় স্থানে রয়েছে। ১৯২ দেশের নাগরিক এখানে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন বলে খবর। পাশাপাশি চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নরওয়ে ও পর্তুগাল। আর প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে ৮০ নম্বরে নাম উঠে এসেছে ভারতের। তবে পাসপোর্ট তালিকায় ভারতের সঙ্গে একই জায়গায় রয়েছে উজবেকিস্তান। দুই দেশের নাগরিকদের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের মতো জনপ্রিয় পর্যটন গন্তব্য-সহ ভিসা ছাড়াই ৬২টি দেশে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, প্রতিবেশী দেশ পাকিস্তান ভারতের থেকে বেশ কয়েকধাপ পিছিয়ে ১০১ তম অবস্থানে রয়েছে। তবে চিন পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ের বিচারে ৬২ নম্বরে রয়েছে। চিনের পাসপোর্ট হাতে বিনা ভিসায় ৮৫টি দেশে ভ্রমণ করা যায়। তবে শক্তিশালী পাসপোর্টের নিরিখে চলতি বছর ভারতের অবস্থান উন্নত হয়েছে। যে ৬২ দেশে ভারতীয় নাগরিকরা বিনা ভিসা যেতে পারবেন তার মধ্যে রয়েছে বার্বাডোস, ফিজি, ভুটান, মলদ্বীপ, টোগো, সেনেগাল ইত্যাদি। এক সপ্তাহ থেকে তিন সপ্তাহ পর্যন্ত ভিসা ছাড়াই এই দেশগুলিতে থাকতে পারবেন ভারতীয়রা। ২০২৩ সাল ভারতীয় পাসপোর্ট ছিল ৮৩ নম্বর স্থানে। এবার তিন ধাপ এগিয়ে ৮০ নম্বরে অবস্থান করছে দেশ। হেনলি অ্যান্ড পার্টনারসের র‌্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বের সবথেকে শক্তিশালী পাসপোর্টের তালিকার একেবারে নীচের স্থানে আছে আফগানিস্তান। কয়েক ধাপ উপরেই রয়েছে পাকিস্তান। পাসপোর্টের শক্তির বিচারের তার অবস্থা যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন ও সোমালিয়ার চেয়েও খারাপ। কয়েক ধাপ উপরেই রয়েছে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দেশ।