অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়নে শাহরুখের ‘ডাঙ্কি’!

0
1

দেশের মানুষকে শরণার্থী সমস্যার কথা নিজের স্টাইলে জানাবার পর এবার বিদেশি সিনে বিশেষজ্ঞদের মন জয় করতে পাড়ি দিচ্ছে ‘ডাঙ্কি’ (Dunki)। সিনেমার গল্পের চরিত্ররা হয়তো নিয়ম না মেনেই বিদেশ যাত্রা করেছেন , তবে এবার পুরস্কারের জন্য সকলে শুভেচ্ছা নিয়েই অস্কারের (Dunki in Oscar Awards) দৌড়ে শামিল হল রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখ খান (Shahrukh Khan) অভিনীত ‘ডাঙ্কি’! সূত্রের খবর ইতিমধ্যেই ছবির মনোনয়ন পাঠানো হয়েছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (Academy Awards) জন্য।

‘পহেলি’ আর ‘স্বদেশ’-এর পর এটা শাহরুখ খানের তৃতীয় সিনেমা যা অস্কারের জন্য লড়াই করতে চলেছে। ২০২৩ সালের জানুয়ারিতে ‘পাঠান’ (Pathan) দিয়ে নিজের কামব্যাক ইনিংস শুরু করেন কিং খান। এই সিনেমা খুব সহজেই হাজার কোটির গণ্ডি পেরিয়ে যায়। দ্বিতীয় চমক নিয়ে আসে ‘জওয়ান’ (Jawan) । এই ছবিতে উচ্ছ্বাস আর সাফল্য প্রথম সিনেমার থেকেও আরও অনেক বেশি। কিন্তু হ্যাট্রিক করতে মারকাটারি অ্যাকশনের পরিবর্তে ইমোশনাল ড্রামা বেছে নেন বলিউড বাদশা। তাই বছরের শেষে আসে রাজকুমার হিরানি আর শাহরুখের যুগলবন্দি। শাহরুখ একাই একবছরে বলিউডের ঝুলিতে দিয়েছেন ২৫০০ কোটি টাকার বেশি। অভিবাসন সমস্যা নিয়ে তৈরি ডাঙ্কি কি পারবে বলিউডের মুকুটে নতুন পালক যোগ করতে? যদিও অস্কার নমিনেশন সংক্রান্ত খবরে শাহরুখ বা টিম ‘ডাঙ্কি’ সিলমোহর দেয়নি। তবে জল্পনার আঁচ পাওয়া মাত্রই উচ্ছ্বসিত কিং ফ্যানেরা।