জানুয়ারির শেষে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। তবে ইংরেজরা আসার আগে টিম ইংল্যান্ডকে সতর্ক করলেন প্রাক্তন ক্রিকেটার গ্রেম সোয়ান। আর সেটাও বিরাট কোহলিকে নিয়ে। বিরাটকে না রাগানোর পরামর্শ দিলেন তিনি। ২০১২ সালে শেষবার ইংল্যান্ড টেস্ট সিরিজ জিতেছিল । সেই দলের সদস্য ছিলেন সোয়ান। সেবার কোহলিকে রাগিয়ে দেওয়ায় ভুগতে হয়েছিল ইংল্যান্ডকে। সেই কথা মনে করিয়ে দেন সোয়ান।
এই নিয়ে তিনি বলেন, ‘‘টেস্ট শুরুর আগেই আমাদের সতর্ক করে দেওয়া হয়েছিল যে বিরাটকে কিছু না বলতে। কারণ, বিরাট একবার বাদানুবাদে জড়ালে ওর খেলা আরও ভাল হয়ে যায়। সেটা আমরা জানতাম। এক দিনের ক্রিকেটে বিরাটকে সেটা করতে দেখেছিলাম। তার জন্য আগে থেকে সতর্ক ছিলাম।’’ এরপর তিনি আরও বলেন , তারপরেও কোহলিকে রাগিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডের পেসার স্টিভেন ফিন। তার ফলও ভুগতে হয়েছিল। এই নিয়ে সোয়ান বলেন, ‘‘বিরাট ফিনকে কয়েকটা চার মেরেছিল। তারপরেই মাথা গরম করে বিরাটকে কয়েকটা কথা শুনিয়ে দিয়েছিল ফিন। তাতে ফল আরও খারাপ হয়। তারপরে ওকে সব দিকে বড় শট মারছিল বিরাট। তখন ফিন বুঝতে পারে কত বড় ভুল করেছে। এবার স্টোকসরা যেন সেই ভুল না করে। না হলে ওদেরই ভুগতে হবে।’’
আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপের আগে বিরাট-রোহিতকে নিয়ে বড় মন্তব্য গাভাস্করের