রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে রাজভবনে পৌঁছলেন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব

0
1

রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ রাজভবনে পৌঁছলেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা এবং রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। সন্দেশখালির ঘটনা ঘটার ছদিন পর তারা রাজভবনে গেলেন। গত ৫ জানুয়ারি, তাঁদের রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওইদিন তাঁদের কাছে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্টও চেয়েছিলেন তিনি।
ওই ঘটনার পর রীতিমতো বিবৃতি দিয়ে রাজ্যপাল জানিয়েছিলেন, সংবিধানের অবমাননা করা হলে রাজ্যপাল হিসাবে তিনি উপযুক্ত সময়ে উপযুক্ত পদক্ষেপ করবেন। এর পরেই মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে ডেকেছিলেন তিনি।ডেকে পাঠানো হয়েছিল রাজ্যপুলিশের ডিজিকেও।