কৈখালীর হোটেল থেকে উদ্ধার বিএসএফ জওয়ানের দেহ!

0
1

বাথরুমের সামনের মেঝেতে পড়ে রয়েছেন বিএসএফ জওয়ান (BSF), চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। কৈখালীর হোটেল থেকে উদ্ধার চেতন রাম আসমের ১৬ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানের মৃতদেহ। হোটেলের কর্মচারীদের দাবি, গতকাল সকাল ১১টা নাগাদও তাঁর সঙ্গে কথা হয়েছিল। তবে সন্ধ্যে ছ’টা বেজে যাওয়ার পরও তিনি না বেরনোয় হোটেলের কর্মচারীরা ফোন করেন তাঁকে। সাড়া না মেলায় বাগুইআটি থানার পুলিশ (Baguihati Police) ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক অনুমান, মদ খেয়েই মৃত্যু হয়েছে ওই সেনা কর্মীর। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে।