দ্বাদশ ফেল ছেলেটার ইচ্ছেশক্তি আর পরিশ্রমের জোরে আইপিএস অফিসার হয়ে ওঠার গল্প আজ সকলের মন ছুঁয়ে গেছে। ‘টুয়েলভথ ফেল’ (12th Fail) সিনেমার পরিচালক বিধু বিনোদ চোপড়ার (Vidhu Vinod Chopra) প্রশংসা এখন সর্বত্র। কিন্তু শুধু বাবা নয় খবরের শিরোনামে এসে গেছেন তাঁর যোগ্য পুত্রও। রঞ্জি অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে অগ্নি চোপড়া (Agni Chopra) বুঝিয়ে দিলেন তিনি ‘বাপ কা বেটা’।

সিকিমের বিরুদ্ধে ১৭৯ বলে ১৬৬ রানের ইনিংস খেলে মিজ়োরামের ক্রিকেটার অগ্নি সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি বলিউডের বিখ্যাত পরিচালক বিধু বিনোদ চোপড়ার ছেলে। কিন্তু বাবার নয় নিজের পরিচয়ে পরিচিত হতে চান অগ্নি (Agni Chopra)। আমেরিকার মিশিগানে জন্ম হলেও মুম্বইয়ে জুনিয়র ক্রিকেট খেলে তাঁর উত্থান। গত বছরের অক্টোবরে সীমিত ওভারের ক্রিকেটে মিজোরামের হয়ে অভিষেক অগ্নির। ২৫ বছরের বাঁহাতি ব্যাটার গুজরাতের গোকুলভাই সোমভাই পাটিল স্টেডিয়ামে সিকিমের বিরুদ্ধে দারুণ সেঞ্চুরি করেছেন। তারপর থেকেই চর্চায় বিধু পুত্র। বাবা যখন সিনেমার ময়দান কাঁপাচ্ছেন, ছেলে তখন ক্রিকেট মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। দেশের ঘরোয়া ক্রিকেটে এখনও পর্যন্ত সাতটি করে ওয়ান ডে ম্যাচ এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অগ্নি। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ১৫০.৯৬ ।






































































































































