কোনও সহযোগিতা নয়, ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে নির্দেশিকা জারি ঝাড়খণ্ড সরকারের

0
1

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিরোধীদের বিরুদ্ধে অতি তৎপরতা দেখাচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। এ অভিযোগ নতুন নয়। অবিজেপি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে টানাপোড়েনের মাঝেই এবার কেন্দ্রীয় এজেন্সি বিরোধী নির্দেশিকা জারি করল ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকার। যেখানে রাজ্যের সরকারি দফতরগুলিকে স্পষ্টভাবে জানানো হয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কোনওরকম সহযোগিতা করা যাবে না।

বুধবার হেমন্ত সোরেন পরিচালিত সরকারের তরফে সকল দফতরকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, কোনও তদন্তেই এবার ইডি, সিবিআই এবং আয়কর দফতরের মতো সংস্থাগুলিকে সহযোগিতা করা যাবে না। এমনকি সরাসরি তাদের কোনও প্রশ্নের উত্তরও দেওয়া যাবে না। সংস্থাগুলি কোনও সরকারি দফতরের কাছে কিছু জানতে চাইলে তা সরাসরি সচিবালয়কে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাগুলিকে কোনওরকম সরকারি নথি দিতে নিষেধ করা হয়েছে নয়া সরকারি নির্দেশিকায়। সবমিলিয়ে কেন্দ্রীয় এজেন্সির রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল ঝাড়খণ্ড সরকার।