পুরোনো শত্রুতার জেরে ব্যবসায়ীকে পিটিয়ে খুন

0
1

খাস কলকাতায় ভরদুপুরে ব্যবসায়ীকে পিটিয়ে খুন! ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় থানায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আতঙ্কে পরিবারের লোকেরাও ঘরছাড়া। পুরোনো শত্রুতার জেরেই এই খুনের ঘটনা বলে জানতে পেরেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যবসায়ীর নাম সাদেক খান। অভিযোগ,গত রবিবার দুপুরে তিলজলার তপসিয়া রোডে পুরনো পাড়াতেই রীতিমতো রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক মারধর করা হয়।কিন্তু কেউ নাকি প্রতিবাদ করেননি! শেষে থানার খবর দেন পরিবারের লোকেরা। সাদেককে উদ্ধার করে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এরপর অবস্থার অবনতি হলে, তাঁকে স্থানান্তরিত করা হয় নার্সিংহোমে। কিন্তু শেষরক্ষা হয়নি। বুধবার সন্ধ্যায় মৃত্যু হয় সাদেকের।

কেন এই হামলা? মৃতের স্ত্রীর দাবি, একসময়ে প্রোমোটিং ব্যবসা করতেন সাদেক। তখন তাঁর প্রোমোটিং সাইটে কেয়ারকেটারের কাজ করত আলা নামে এক যুবক। কিন্তু স্থানীয় কাউন্সিলর ফৈয়াজ আহমেদ খানের নির্দেশে তাঁকে কাজ থেকে সরিয়ে দেন সাদেক।

এদিকে কাজ হারানোর পর চুপ করে বসে থাকেনি আলা। স্রেফ ফোনে হুমকিই নয়, সাদেকের কাছ থেকে নাকি টাকাও আদায় করত সে! স্ত্রীর দাবি, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, তপসিয়া রোডের বাড়ি ছেড়ে সপরিবারের পঞ্চান্নগ্রামে চলে যান ওই প্রোমোটার। কিন্তু তাতেও সমস্যা নেই। রবিবার যখন ফের ফোন করে আলা, তখন তাঁর সঙ্গে বোঝাপড়া করবেন বলে বাড়ি থেকে বেরোন সাদেক।