যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য ৫ কোটি বরাদ্দ রাজ্যের

0
1

যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে উপাচার্যের অবস্থান নিয়ে বিতর্ক জারি রয়েছে। রাজ্যপালের তরফ থেকে উপাচার্যের পদ থেকে বুদ্ধদেব সাউকে বরখাস্তের নির্দেশিকা আসে। আবার রাজ্য সরকারের তরফ থেকে পাল্টা মেয়াদ বাড়ানোর নির্দেশিকা আসে। এরমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ৫ কোটি ৩ লক্ষ ২৯ হাজার ১৩৬ টাকা অর্থ বরাদ্দ করল রাজ্য। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে চিঠি দিয়ে জানাল রাজ্যের উচ্চশিক্ষা দফতর।

চিঠিতে জানানো হয়েছে, ২০২৩ থেকে ২০২৬ পর্যন্ত অর্থবর্ষে ‘এ’ থেকে ‘ডি’ মিলিয়ে ৪টি ব্লকের হস্টেলকে সংস্কার করার জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের এমন উদার মানসিকতাকে কুর্নিশ জানিয়েছে শিক্ষা মহল।