সংক্রান্তিতেই জাঁকিয়ে শীত, উইকেন্ডে পারদ পতনের সম্ভাবনা!

0
3

আবহাওয়ার খামখেয়ালিপনায় শীতের (Winter) অস্তিত্ব সংকট বেশ প্রকট হয়ে উঠেছে। গত দু-তিনদিন ধরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতেই বাড়ছে অস্বস্তি। তবে চলতি সপ্তাহের শেষের দিকেই ঠান্ডার আমেজ ফিরবে বলে আশাবাদী আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। সেক্ষেত্রে স্বাভাবিকের থেকে দু তিন ডিগ্রি তাপমাত্রা নেমে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

ঘন কুয়াশায় শীতের অনুভূতি হারিয়েছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। এদিন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দীর্ঘ সময় ধরে কচুবেড়িয়া থেকে ভেসেল চলাচল ব্যাহত হয়। এমনিতেই প্রচুর মানুষ গঙ্গাসাগরের পূণ্য স্নানের জন্য ওই রুটে যাতায়াত শুরু করেছেন। দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে লঞ্চ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পৌষ সংক্রান্তিতে বেশ কিছুটা তাপমাত্রা কমতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।