ভোরবেলা গড়িয়ার অটোচালককে বন্দুক তাক করে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার (Arrested) করা হল দুই যুবককে। নির্দিষ্ট রুটের বদলে নিজেদের পছন্দসই জায়গায় নিয়ে যাওয়ার দাবি জানায় দুই যুবক। অটোচালক রাজি না হওয়ায় বন্দুক তাক করা হয় তাঁর মাথায়। পরে পাটুলি থানার (Patuli police station) পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত দুই যুবককে।
মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ গড়িয়া অটোস্ট্যান্ডে (Garia autostand) একটি বড় গাড়ি এসে দাঁড়ায়। তা থেকে এক মদ্যপ যুবক এসে সোনারপুর নিয়ে যাওয়ার দাবি জানায় এক অটোচালককে। অটোচালক নির্দিষ্ট রুটের বাইরে যাওয়ায় আপত্তি জানালে দুজনের মধ্যে বচসা শুরু হয়। তখনই গাড়ি থেকে অন্য এক যুবক নেমে এসে অটোচালকের মাথায় বন্দুক তাক করে। অন্য অটোচালকরা এগিয়ে এসে বন্দুকটি ছিনিয়ে নেয় এবং দুই যুবককে ধরে ফেলে। খবর দেওয়া হয় পাটুলি থানায়।
পুলিশ এসে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে। আটক করা হয়েছে গুলিভর্তি পিস্তল (pistol)। পুলিশ সূত্রে জানা যায়, দুই যুবকের নাম দীপায়ন দত্ত ও চিরঞ্জিত কর্মকার। একজনের বাড়ি নারকেলডাঙায়, অন্যজন বাঁশদ্রোণির বাসিন্দা। তাদের কাছে যে পিস্তল ছিল তার আদৌ কোনও লাইসেন্স ছিল কি না, তদন্তে পুলিশ। পাশাপাশি কোথা থেকে তারা পিস্তল পেল, খতিয়ে দেখা হচ্ছে।