উস্তাদ রাশিদ খানের প্রয়াণে শোকস্তব্ধ মমতা, পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ

0
3

প্রয়াত হিন্দুস্থানি সঙ্গীতের বিশ্ববিখ্যাত কণ্ঠশিল্পী উস্তাদ রাশিদ খান (Rashid Khan)। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, “আমাদের সময়ের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম সেরা উস্তাদ রশিদ খানের মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত। সংগীত সৃষ্টিতে অতুলনীয় প্রতিভার অধিকারী একজন অত্যন্ত সম্মানিয় কণ্ঠশিল্পী উস্তাদ রশিদ খান। তিনি এই বাংলাকে নিজের বাড়ি মনে করতেন, এবং এখানে থেকে আমাদের গর্বিত করেছেন। তিনি এবং তার স্ত্রী সোমা, ছেলে আরমান এবং পুরো পরিবার আমাদের ঘনিষ্ঠ ছিলেন এবং শেষ যাত্রায় উস্তাদদের পাশে থাকার অনুমতি দিয়েছিলেন।”

পাশাপাশি মুখ্যমন্ত্রী লেখেন, “উস্তাদ রশিদ খান রাজ্যের সর্বোচ্চ পুরস্কার বঙ্গ বিভূষণ এবং আমাদের সঙ্গীত মহাসম্মানও পেয়েছেন। তিনি আমাদের রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। সোমা, আরমান খান এবং উস্তাদের পুরো পরিবারের পাশাপাশি অগণিত ছাত্র এবং ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা। উস্তাদ রশিদ খান সত্যিকার অর্থেই একজন বিশ্ববিখ্যাত ধ্রুপদী ভারতীয় কণ্ঠশিল্পী ছিলেন।”