ইউরোপিয়ান নির্বাচনের (European elections) আগেই পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্ন (French Prime Minister Elisabeth Borne)। এক্স হ্যান্ডেলে তাঁকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (President Emmanuel Macron)। মন্ত্রিসভায় রদবদলের কারণেই এলিজাবেথ এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
ফ্রান্সের ইতিহাসে তিনি দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এলিজাবেথ। দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর ২০২২ সালের মে মাসে তাঁকে নিযুক্ত করেন ম্যাক্রোঁ। চলতি বছরের মাঝামাঝি সময় নির্বাচন হবে। সে ক্ষেত্রে এলিজাবেথের পর ফ্রান্সের প্রধানমন্ত্রী পদের দৌড়ে রয়েছেন শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আত্তল এবং প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। এছাড়াও সেদেশের অর্থমন্ত্রী এবং প্রাক্তন কৃষিমন্ত্রী নাম নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে। এলিজাবেথ পদত্যাগ করার পর তাঁকে ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এক্স হ্যান্ডেলে লেখেন, “ম্যাডাম প্রধানমন্ত্রী, প্রিয় এলিজাবেথ, দেশের স্বার্থে আপনার কাজ দৃষ্টান্তমূলক। সরকারে প্রতিটি পদক্ষেপ আপনি নিষ্ঠা এবং একাগ্রতার সঙ্গে বাস্তবায়িত করার চেষ্টা করেছেন।” এর পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানানো হয়।