এবার শেখ শাহজাহানের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের। শুভেন্দু-শাহজাহানের ছবি দেখিয়ে অভিযোগ তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর। বিজেপিতে যেতে রাজি না হওয়ায়, শাহজাহানের পিছনে ইডিকে লাগিয়েছে শুভেন্দু, অভিযোগ সুকুমারের। ইডি-কে দিয়ে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলেও দাবি করেন সুকুমার।
গত শুক্রবার সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে হানা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা।মারমুখী জনতার সামনে পিছু হটতে হয় তদন্তকারী সংস্থা এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও।যদিও এখনও খোঁজ মেলেনি শাহজাহানের।
এই আবহে মঙ্গলবার দুপুরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাই প্রোফাইল বৈঠকে বসেন আধিকারিকরা।কীভাবে খোঁজ পাওয়া যাবে শেখ শাহজাহানের সেই উপায়ই খুঁজে বের করতে ইডি দফতরে বৈঠক হয়। এরই পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে, আরও বেশি গোপনীয়তা রেখে এবার ইডি তল্লাশি চালাবে।
জানা গিয়েছে, রাহুল নবীন ছাড়া বৈঠকে ছিলেন স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়াল, অ্যাডিশনাল ডিরেক্টর বিনোদ শর্মা, রেশন মামলার তদন্তকারী আধিকারিকরা, সিআইএসএফ আইজি, সিআরপিএফ আইজি বীরেন্দ্র কুমার শর্মা, প্রিন্সিপাল ডিরেক্টর, আয়কর দফতরের পঙ্কজ কুমার।