মালদ্বীপের ছবি দিয়েই মালদ্বীপ বয়কটের ডাক দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু হতেই ভুল বুঝতে পেরে মুছলেন পোস্ট।
মালদ্বীপ-লাক্ষাদ্বীপ ইস্যুতে এই মুহূর্তে উত্তাল দেশ। মালদ্বীপ বয়কটের ডাক দিয়েছেন দেশের মন্ত্রী থেকে শুরু করে বিজেপির শীর্ষ স্থানীয় নেতারা। অভিনেতা, শিল্পপতিরাও রয়েছেন এই তালিকায়। সকলেই সোশ্যাল মিডিয়ায় লাক্ষাদ্বীপ সহ ভারতের বিভিন্ন সমুদ্র সৈকতের ছবি দিয়ে মালদ্বীপের পরিবর্তে সেই জায়গাগুলিতে ভ্রমণের বার্তা দিচ্ছেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও সেই অনুযায়ী লাক্ষাদ্বীপের প্রচার শুরু করতে গিয়ে মালদ্বীপ এবং ফ্রান্সের বোরাবরা দ্বীপের ছবি পোস্ট করেন। যা নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনার শিকার হলেন তিনি । ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট বুম কিরেন রিজিজুর শেয়ার করা দুটি ছবিকে চেক করে জানিয়েছে, একটি ছবি মালদ্বীপের এবং অন্যটি ফ্রেঞ্চ পলিনেশিয়ার বোরা বোরা দ্বীপের। যা নিয়ে পাল্টা ট্রল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও পরে পরিস্থিতি বুঝে সেই টুইট মুছে দেন বিজেপির এই শীর্ষ নেতা।
এদিকে ভারতীয়দের দ্বারা বয়কটের মধ্যেই মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজু উওস চিনকে আরও পর্যটক পাঠাতে বলেছেন। চিনের বেল্ট অ্যান্ড রোড পরিকল্পনার প্রশংসা করে মোহাম্মদ মুইজু বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ “মালদ্বীপে উল্লেখযোগ্য পরিকাঠামো ” প্রদান করেছে।