১৯৬৮ সালে বাদায়ুঁ থেকে যে সঙ্গীত সফর শুরু হয়েছিল ২০২৪-এর ৯ জানুয়ারি সেই সুরেলা সফর থামল কলকাতায়। প্রয়াত হিন্দুস্থানি সঙ্গীতের বিশ্ববিখ্যাত কণ্ঠশিল্পী উস্তাদ রাশিদ খান (Rashid Khan)। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ণ)।
নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন,
“সঙ্গীতগুরু উস্তাদ রাশিদ খানের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তাঁর অপরিসীম অবদান আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যে চিরস্মরণীয় ছাপ রেখে গিয়েছে।
তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই কঠিন সময়ে পাশে আছি।“
It is with profound grief that we mourn the loss of music maestro Ustad Rashid Khan.
His immeasurable contributions to Indian classical music have left an indelible mark on our cultural heritage.
My thoughts and prayers are with his loved ones during this difficult time.
— Abhishek Banerjee (@abhishekaitc) January 9, 2024
এক্স হ্যান্ডেলের পাশাপাশি ফেসবুকেও রাশিদ খানের ছবির কোলাজ পোস্ট করে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, এই খবরে তিনি শোকবিহ্বল। রাশিদ খানের অকাল প্রয়াণ ভারতীয় তথা বিশ্বের সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি।