সাইবার বাজ: সাইবার অপরাধ রুখতে কলকাতা পুলিশের প্রচার বাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর

0
1

ক্রমবর্ধমান সাইবার অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রচার করতে কলকাতা পুলিশের একটি বিশেষ বাস পথে নামল। মঙ্গলবার আউটরাম ঘাটে গঙ্গাসাগর মেলার ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করে মুখ্য়মন্ত্রী ‘সাইবার বাজ’ নামে ওই বাসের উদ্বোধন করেন। কলকাতা পুলিশ ও রাজ্যের তথ্য প্রযুক্তি দফতরের যৌথ উদ্যোগে তৈরি ঝাঁ চকচকে ওই বাসটিতে সাইবার অপরাধ সম্পর্কিত নানা তথ্য ও সাইবার প্রতারণার হাত থেকে বাঁচার বিভিন্ন উপায় সম্পর্কে শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকছে। পোস্টার ব্যানারের পাশাপাশি, ভিডিও ওয়াল, ইন্টারঅ্যাকটিভ ট্যাবে সাজিয়ে তোলা হয়েছে বাসটিকে।

প্রবীণ ও অল্প বয়স্করা সব থেকে বেশি সাইবার অপরাধের শিকার হন। তাই তরুণদের জন্য নানা প্রশ্নোত্তর পর্বের আযোজন করা হবে। বাসটিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বৃদ্ধাশ্রমেও নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও শহরের নানা গুরুত্বপূর্ণ যায়গা ও রাস্তায় নিয়মিত বাসটিকে রাখা হবে। যাতে সর্বাধিক সংখ্যক মানুষ সেটি থেকে উপকৃত হতে পারেন। এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন কলকাতা পুলিশের সাউথ সাবারবান ডিভিশনের নতুন অফিস এবং গঙ্গাসাগরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার শিবিরের উদ্বোধন করেন। তিনি বলেন, এবারের গঙ্গাসাগর মেলায় বিপুল জনসমাগম আশা করা হচ্ছে। পুলিশ, প্রশাসন থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যৌথ ভাবে পূণ্যার্থীদের সব রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে। যাতে মানুষ অনায়াসে তীর্থ দর্শন করতে পারেন। অনুষ্ঠানে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার, কলকাতার নগরপাল বিনিত গোয়েল, প্রাক্তন দুই মুখ্য়সচিব তথা বর্তমানে মুখ্য়মন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ও হরিকৃষ্ণ দ্বিবেদী সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- মালদ্বীপের ছবি দিয়েই মালদ্বীপ বয়কটের ডাক! সোশ্যাল মিডিয়ায় ট্রোলড কেন্দ্রীয় মন্ত্রী