একের পর এক চোটের ধাক্কায় কুপোকাত ভারতীয় দল। হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামির এবার চোটের কবলে সূর্য কুমার যাদব। স্পোর্টস ভুগছেন সূর্য। স্পোর্টস হার্নিয়ায় অস্ত্রোপচার হবে সূর্যকুমারের। সেই কারণে বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। আইপিএলে প্রথম কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না সূর্যকে।
এই নিয়ে বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, সূর্য কুমারের স্পোর্টস হার্নিয়া হয়েছে। অস্ত্রোপচার করাতেই হবে। এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন তিনি। দু’তিন দিনের মধ্যে সূর্য জার্মানি যাবেন। সেখানেই তাঁর অস্ত্রোপচার হবে। অস্ত্রোপচারের পরে দেশে ফিরে আবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু করবেন সূর্য। জানা যাচ্ছে, অস্ত্রোপচার ও তারপরে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে বেশ কিছু দিন সময় লাগবে সূর্যের। তার ফলে পুরো ঘরোয়া মরশুম খেলতে পারবেন না তিনি। অর্থাৎ, রঞ্জির কোনও ম্যাচেই সূর্যকে পাবে না মুম্বই। এমনকি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের শুরুর দিকের কয়েকটি ম্যাচে সূর্যের খেলা নিয়ে সংশয় রয়েছে। তেমনটা হলে সমস্যায় পড়বেন রোহিত শর্মারাও। কারণ, মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ড্যও কবে থেকে মাঠে নামবেন তা নিশ্চিত নয়।
কয়েক বছর আগে এই স্পোর্টস হার্নিয়া হয়েছিল ভারতের আর এক ক্রিকেটার কে এল রাহুলের। তিনিও সেই বছর জার্মানিতে গিয়ে অস্ত্রোপচার করিয়েছিলেন। সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে বেশ কয়েক মাস সময় লেগেছিল রাহুলের।
আরও পড়ুন-সাসপেন্ড হওয়া সঞ্জয় সিং-এর কমিটিকে পাল্টা হুঁশিয়ারি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের