চোট সারেনি শামির, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কি আছেন এই ভারতীয় বোলার?

0
2

এখনও চোট সারেনি মহম্মদ শামির।ফলে আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে না-ও খেলতে পারেন তিনি। বিশ্বকাপের পর বল হাতে দেখা যায়নি শামিকে। চোটের কারনে ছিলেন না দক্ষিণ আফ্রিকা সিরিজেও। আর এবার খবর ইংরেজদের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে না থাকতে পারেন শামি।

এই নিয়ে , ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, গোড়ালিতে চোট পাওয়ার পর শামি এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আছেন। সুস্থ হচ্ছেন তিনি। কিন্তু এখনও বোলিং শুরু করেননি শামি। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে তাঁর খেলা নিয়ে বড় সংশয় রয়েছে। তবে তৃতীয় টেস্ট থেকে তাঁর দলে ফেরার সম্ভাবনা রয়েছে। যদিও , শামিকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছিল না বোর্ড।

শামির চোট সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে সিরিযে শামিকে রেখেই দল ঘোষ্ণা করেচ্ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু শেষ মুহূর্তে তাঁকে বাদ দেওয়া হয়। পরিবর্ত হিসাবে যোগ দেন আবেশ খান। যদিও প্রথম একাদশে সুযোগ হয়নি আবেশের।

আরও পড়ুন-ধাক্কা ভারতীয় শিবিরে, এবার অস্ত্রোপচার সূর্যর