বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছেন আওয়ামী লিগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।নির্বাচনে দুরন্ত জয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার ক্ষমতায় ফিরে আসার জন্য মমতা তাকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা। সোমবার গঙ্গাসাগর মেলায় বঙ্গবন্ধু- কন্যাকে শুভকামনা জানিয়ে তিনি বলেছেন, বাংলাদেশের সাধারণ নির্বাচনে জয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ২২৪ আসনে জয় পেয়েছেন আওয়ামী লিগের এমপি প্রার্থীরা। এই সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে টানা চতুর্থবারের জন্য ক্ষমতায় বসতে যাচ্ছে আওয়ামী লিগ।পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন আওয়ামী লিগ সভাপতি শেখ হাসিনা।
এরই পাশাপাশি, সোমবার সকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ভারত, রাশিয়া, চিন, ভূটান, ফিলিপিন্স, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতরা।





































































































































