১) ঘোষনা হওয়ে গেল আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টি-২০ দল। দলে ফিরলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। টি-২০ বিশ্বকাপের আগে টি-২০ দলে ফিরলেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ফের ভারতীয় দলের হয়ে টি-২০ খেলতে দেখা যাবে দুই তারকা ক্রিকেটারকে।
২) কলিঙ্গ সুপার কাপে অংশ নিতে রবিবার বিকেলে ভুবনেশ্বর পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ময়দানের অপর প্রধান মোহনবাগান সোমবার সকালে শহরে অনুশীলন করে ভুবনেশ্বর রওনা হবে। দু’টি দলই রয়েছে গ্রুপ ‘এ’-তে।
৩) সামনেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ ভারতীয় দল। ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু হওয়ার আগে মুজিব উর রহমানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। মনে করা হচ্ছে, তাঁর আইপিএল-এ খেলতেও আর কোনও বাধা রইল না। ফলে আফগানদের দল দেখে হাসি ফুটে উঠেছে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের মধ্যে।
৪) ভারতীয় দল অসাধারণ। মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শহরের এক অনুষ্ঠানে এসে সৌরভ বলেন, ‘বিরাটের অবশ্যই টি-২০ বিশ্বকাপে খেলা উচিত। ও অসাধারণ ক্রিকেটার।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘ টি-২০ ফর্ম্যাটে ওর সমস্যা হবে না।’ বিশ্বকাপে ভারতীয় দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব নেওয়া উচিত রোহিত শর্মারই এমনটাই মত বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি।
৫) হুক্কা হাতে মহেন্দ্র সিং ধোনি। দিলেন হুঁকোয় টান। একটি অনুষ্ঠানে এমনভাবেই দেখা গেল ভারতের প্রাক্তন অধিনায়ককে। ধোনির এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা ঘিরে তৈরি হয়েছে বিস্ময়। অসংখ্য তরুণ ক্রিকেটারের আদর্শ বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাই তার এই আচরণ সমর্থন করতে পারেননি ক্রিকেটপ্রেমীদের একাংশ।
আরও পড়ুন –বাগানের অনুশিলনে আনোয়ার