বিলকিসে সুপ্রিম রায়: শীর্ষ আদালতকে ধন্যবাদ মমতার, গুজরাট সরকারকে তোপ তৃণমূলের

0
1

বিলকিস গণধর্ষণ মামলায় সোমবারই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। অভিযুক্ত ১১ জনকে ফের জেলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের শীর্ষ আদালতের এই কড়া পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এ প্রসঙ্গে তিনি বলেন, বিলকিস বানো মামলায় এরকম কঠোর পর্যবেক্ষণের জন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ। এমনকী,সুপ্রিম রায় নিয়ে গুজরাট সরকারকে তুলোধোনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বিলকিস বানো ধর্ষণ মামলার দোষীরা শাস্তি পাওয়ার বদলে ঘুরে বেড়াচ্ছিল। তারা ক্ষমতা ভোগ করছিল। তাদের এই মুক্তি মেনে নেওয়া যায় না। সুপ্রিম কোর্টের এই কড়া পর্যবেক্ষণকে স্বাগত জানাচ্ছি। শীর্ষ আদালতের রায় প্রশংসাযোগ্য।

এই রায় নিয়ে মন্ত্রী শশী পাঁজা বলেন,সুপ্রিম কোর্ট বিলকিস বানুর মামলাতে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যারা গণধর্ষণ করেছিলেন তারা গুজরাট সরকারের অশুভ আঁতাতে রয়েছে। এই বিষয়টা নিয়ে বিজেপিকে আপনারা কেন কেউ প্রশ্ন করছেন না। উচ্চ আদালতের কাছে গুজরাট সরকার তথ্য চেপে গিয়েছে, শুধু তাই নয় ভুল তথ্য দিয়েছে, যা প্রতারণার সামিল। ভারতীয় জনতা পার্টি তাদেরকেই মালা আর তিলক পড়াচ্ছেন, মিষ্টি খাওয়াচ্ছেন – যারা গণধর্ষণ করেছেন। গুজরাটে মহিলাদের সন্মান কোথায়? বিলকিস বানু ২০০২ থেকে লড়ছে। এরা দানব। আর তাদের মদতদাতা বিজেপি। রাজনীতি চাই না, কিন্তু এই লড়াইতে বিলকিসের পাশে আমরা আছি থাকব।এই রায় দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছেও আমরা কৃতজ্ঞ।